Follow Us

ডিম আগে নাকি মুরগী? জানুন আসল সত্যিটা

একটা প্রশ্ন যার উত্তর আমরা আজও জানিনা, মানুষ যুগ যুগ ধরে এই প্রশ্নের উত্তর খুজে চলেছে।

প্রশ্নটা হলো,ডিম আগে নাকি মুরগি?

যদি ডিম আগে হয় তবে ডিম কে পারলো আর যদি মুরগি আগে হয় তবে মুরগি কোথা থেকে এলো?

এই প্রশ্নের উত্তর খুঁজতে বহু বিজ্ঞানী লাগিয়ে দিয়েছেন তাদের সারাজীবন কিন্তু উত্তর পাননি।এই প্রশ্নটি প্রথম মাথায় আসে বিজ্ঞানী এরিস্টটল এর মাথায়।

আসুন জেনে নিই কে আগে এসেছিল ডিম নাকী মুরগি??

আমরা সবাই জানি আমাদের জন্ম হয় বাবা মায়ের শুক্রাণু ও ডিম্বাণুর মিলিত হবার ফলে। সেই শুক্রাণুর ও ডিম্বাণুর মধ্যে থাকে তাদের DNA যার মধ্যে থাকে তাদের গায়ের রং,সমস্ত ভালো গুন,খারাপ গুন।কিন্ত DNA র কিছু চেঞ্জ হয় তাই আমরা অনেকেই বাবা মায়ের মতো দেখতে হয়না ।আবার অনেকেই হয়।এই ভাবে পাল্টাতে পাল্টাতে বহু বছর পর পুরোই পাল্টে যায়।একে বলে মিউটেশন।

যেমনটা মুরগি আর ডিমের ক্ষেত্রেও হয়েছিল। প্রথমে এসেছিল প্রোটো-চিকেন,

তারপর সেই চিকেন এর ডিম পাল্টাতে পাল্টাতে বহু বছর পর একটি চিকেন হয়। যার থেকে জন্ম হয় মুরগির। তাই প্রথমে ডিম এসেছিলো তারপর মুরগি।

অনেকের মনে হতে পারে মুরগি আগে, কিন্তু তা ভুল!